
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরী বর্ধিত সভা আহবান করা হয়েছে। সোমবার (৯ আগষ্ট) বেলা ১১ টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ঘোষিত আগস্ট মাস ব্যাপি শোক দিবসের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকগণকে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জরুরী বর্ধিত সভা আহবান করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়রম্যান এ বি এম মোস্তাকিম। সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল সকলকে যথাসময়ে উপস্থিত থাকতে আহবান জানিয়েছেন।