
নিজস্ব প্রতিবেদক: আগামী ৫ জানুয়ারী ২০২২ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আশাশুনির শ্রীউলায় নৌকা প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ৭নং শ্রীউলা ইউনিয়নের উত্তর পুইজালা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে স্থানীয় প‚জা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার মন্ডলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু হেনা সাকিলুর রহমান এর পক্ষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী।
তিনি বলেন, আবু হেনা সাকিল জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী। সেই নৌকার বিরুদ্ধে মহাজোট করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার স্বপ্নে বিভোর হয়ে মাঠে নেমেছে তারা আসলে বোকার স্বর্গে বাস করছে। বিদ্রোহী প্রার্থী হিসেবে যারা মাঠে নেমেছে তারা বিজয়ী হলে একজনের পরিবর্তে চেয়ারম্যান হবে চার খলিফা। তাদের মাতুব্বারিতে ইউনিয়নবাসী অতিষ্ঠ হয়ে উঠবে। তাই নিজেদের নিরাপত্তা ও ইউনিয়নের উন্নয়নের স্বার্থে শ্রীউলাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী আবু হেনা সাকিলকে নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশাপাশি শ্রীউলা ইউনিয়নে উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে হবে। তিনি আরও বলেন, কিছু চোর, বাটপার, নেশাখোর একজোট হয়ে আজ নৌকা প্রতীকের বিপক্ষে মাঠে নেমেছে। কিন্তু তাদের স্বপ্ন প‚রন হতে দিলে শ্রীউলা ইউনিয়ন ধ্বংস হয়ে যাবে। তাই সকলকে একজোট হয়ে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীউলা ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, কালামুজ্জামান, মাও: মনিরুল ইসলাম প্রমুখ। মুজাহিদুল ইসলাম মিন্টু’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় নৌকা প্রতীকের প্রার্থী আবু হেনা সাকিল বলেন, জনগন ভালোবেসে আমাকে তিন তিনবার চেয়ারম্যান নির্বাচিত করেছে। আমার বিরুদ্ধে দ‚র্নীতির অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু সেই অভিযোগ মিথ্যা। তাই জননেত্রী শেখ হাসিনা আমাকে আবারো নৌকা প্রতীকের মনোনয়ন দিয়েছেন। তাই ইউনিয়নবাসীকে আবারও নৌকায় ভোট দিয়ে তাকে বিজয়ী করে ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যহত রাখার আহবান জানান তিনি। সভায় অন্যান্যের মধ্যে শ্রীউলা ইউনিয়ন যুবলীগের সভাপতি সৌরভ রায়হান সাদ সহ ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ ইউনিয়নের অসংখ্য মানুষ উপস্থিত ছিল।