
আশাশুনি প্রতিবেদক : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের এক নারী শ্রমিককে অর্থের প্রলোভন দেখিয়ে ঢাকার ইট ভাটায় কাজে নিয়ে যাওয়ার পর সেখান থেকে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। উধাও হওয়া নারী শ্রমিক শেফালী খাতুন (২৮) প্রতাপনগর ইউনিয়নের নাংলা গ্রামের মৃত রুহুল আমিনের মেয়ে। এব্যাপারে শেফালী খাতুনের মামা বল্লবপুর গ্রামের আহাবুদ্দীন আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং ৬৫০। তাং ১৫/০২/২০২০। ডায়েরী সূত্রে জানাগেছে, শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের সুন্নত খাঁ এর ছেলে শফিকুল ইসলামের সাথে শেফালী খাতুনের ১০/১২বছর আগে বিবাহ হয়। শেফালী মামাবাড়ী থেকে ঢাকায় ভাটায় কাজ করার উদ্দেশে অনুমান ৬মাস আগে শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের আলী শেখ এর ছেলে মাহমুদ আলী, একই গ্রামের খালেক গাজীর ছেলে আনারুল ইসলাম, শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের সুন্নাত খাঁ’র ছেলে আবুল বাসার ও শফিকুল ইসলামের সাথে ইটভাটায় কাজ করতে যায়। কাজ শেষে তারা বাড়ী ফিরে আসলে ইট ভাটা থেকে শেফালী কোথাও চলে গিয়েছে বলে তার মামাকে জানায়। পিতৃ হারা ও প্রতিবন্ধি মায়ের একমাত্র কন্যা শেফালীকে ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কমানা করেছেন মেয়ের পরিবার।