
নিজস্ব প্রতিবেদক: আশাশুনির উপজেলার আনুলিয়ায় ৩ লক্ষ টাকার শহীদ জিয়া স্মৃতি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বিকালে আশাশুনির শহীদ জিয়া স্মৃতি ফুটবল মাঠে রাজাপুর মধ্যম একসরা যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিফাইনালের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী আলাউদ্দিন।
খেলা সভাপতিত্ব করেন মধ্যমা একসারা মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান গাজী। উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রুহুল কুদ্দুস সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত হোসেন, এবং কেন্দ্রীয় কৃষকদলের নেতা আমিনুর রহমান মানু প্রমুখ।
দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা হয় লালুয়া বাগালি আগমনী ফুটবল একাদশ ও হাজীপুর ইয়ং স্পোর্টিং ক্লাবের মধ্যে গোলশূন্য ম্যাচে টাইব্রেকার হাজীপুর ইয়ং স্পোর্টিং ক্লাব ৪–২ গোলে জয়লাভ করে ফাইনালে জায়গা করে নেয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী আলাউদ্দিন তার বক্তব্যে বলেন,বানভাসি ও দুর্দশাগ্রস্ত মানুষের কথা ভেবেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। গত পাঁচ বছরে কালিগঞ্জ–আশাশুনির মানুষের স্বপ্ন, কষ্ট ও উন্নয়নের প্রত্যাশাকে আমি হৃদয়ের গভীরে ধারণ করেছি। ভবিষ্যতেও এই অঞ্চলের প্রতিটি অবহেলিত মানুষের দায়িত্ব নিবিড়ভাবে পালন করতে চাই।
তিনি আরও বলেন, “পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রভাব ও বিভিন্ন চক্রান্তের মাধ্যমে আমাদের তরুণ সমাজকে মাদকাসক্ত করে দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছে। আমরা সেই ষড়যন্ত্রকে সফল হতে দেব না। যুব সমাজকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে আশাশুনির প্রতিটি ইউনিয়নে আধুনিক ও মানসম্মত খেলার মাঠ নির্মাণ করা হবে।”
খেলা শেষে বিজয়ী দলকে অভিনন্দন জানান প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা।

