
আব্দুস সাত্তার, প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির প্রতাপনগরে ঘূর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরন করা হয়েছে। সাতক্ষীরা জেলা জমঈয়তে আহলে হাদিস এর সভাপতি এ,এস,এম,ওবাইদুল্লাা ও প্রফেসর হাবিবুল্লাাহ বাহার এর পক্ষ থেকে ইউনিয়নের ১৮৪টি অসহায় পরিবারের মাঝে উক্ত ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল প্রত্যেককে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ২ কেজি মসুর ডাল, ২ কেজি পেয়াজ, ১ লিটার সয়াবিন তৈল ও ১টি করে সাবান।
মঙ্গলবার বিকালে প্রতাপনগর পশ্চিমপাড়া পুরাতন থানার হার্টখোলা বিট হাউজ জামে মসজিদ সংলগ্ন স্থানে ত্রান বিতারন কার্যক্রম পরিচালনা করছেন আলহাজ্ব আব্দুস সাত্তার গাজী। এ সময় জুবায়ের হোসেন (রনি), আজহারুল ইসলাম, হুজাইফা আল-আমিম, মামুন হোসেন, মিঠু হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।