আশাশুনি প্রতিবেদক : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ঐতিহ্যবাহী গুনাকরকাটি খানকায়ে নকশবন্দীয়া মোজাদ্দেদীয়া আজিজীয়া দরবার শরীফে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে হযরত গাওছুল আযম খুলনবী (রহঃ) এর ওরছ শরীফ ও হযরত শাহ মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম নকশবন্দী মোজাদ্দেদী খুলনবী (রহঃ) এর ফাতেহা শরীফ আগামী ১৪ই মার্চ (রবিবার) থেকে শুরু হবে। ঐদিন এশার নামাজ বাদ মীলাদে সায়্যিদুল মুরসালীন (সঃ), রাতে হযরত গাওছুল আযম খুলনবী (রহঃ) এর ওরছ শরীফ, শনিবার ফজর নামাজের পর মাহবূবে রহমাঁ, পীরে পীরাঁ, মুজাদ্দেদে যমাঁ আলহাজ্ব হযরত মাওলানা শাহ আব্দুর রহীম নকশবন্দী মুজাদ্দেদী খুলনবী (রহঃ) এর জন্য খতমে কুরআন পাঠ ও ফাতেহা শরীফে সওয়াব বখশান এবং সবশেষে তাবারক বিতরণের মধ্য দিয়ে ওরছ ও ফাতেহা শরীফ শেষ হবে বলে জানাগেছে। উক্ত ওরছ ও ফাতেহা শরীফ পরিচালনা করবেন, হযরত গাওছুল আযম খুলনবী (রহঃ) এর আওলাদ হযরতুলহাজ্ব আল্লামা খাজা শফিক আহমদ (মাঃ জিঃ আঃ)। ওরছ ও ফাতেহা শরীফ উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে পুরোদমে চলছে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানাগেছে।
আশাশুনির গুনাকরকাটি ওরছ শুরু রবিবার
পূর্ববর্তী পোস্ট