
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যায় কোভিড-১৯ এর ভ্রাম্যমান টিকাদান ক্যাম্পের মাধ্যমে নিবন্ধন ও টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী কুল্যা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিবন্ধন ও টিকাদান কার্যক্রম পরিচালনা করেন। কুল্যা ইউনিয়ন পরিষদ এর সহযোগিতায় নিবন্ধন ও টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার ও কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী। এসময় নিবন্ধন ও টিকাদান কার্যক্রম পরিচালনা করেন, স্বাস্থ্য সহকারী ও সিএইচসিপিবৃন্দ।