নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ৪টি গ্রামের দু:স্থ, গরীব, অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে। মিরপুর জেনারেল হাসপাতালের চেয়ারম্যান আবু হানিফ এর পক্ষ থেকে রবিবার (২৪মে) অনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর, মনিপুর, পিরোজপুর ও বাগালী এই ৪টি গ্রামের ২০০ পরিবারের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়।
এ সময় বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ফজলুর রহমান সানা, আশাশুনি উপজেলা ছাত্রলীগ নেতা আসাদুুল ইসলাম আসাদ, ছাত্রলীগ কর্মী সিরাজুল ইসলাম মিন্টু, শাহারুজ্জামান সবুজ, আব্দুল্লাহ আল মুজাহিদ, সন্দ্বীপ বিশ্বাস, আজিজুল ইসলাম, জুলফিক্কার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।