
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার আনুলিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুহুল কুদ্দুছের পক্ষে বিশাল মোটর সাইকেল ও ভ্যান গাড়ীর শোভাযাত্রা, গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। সাবেক ইউপি চেয়ারম্যান, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রুহুল কুদ্দুছের পক্ষে ইউনিয়নের কাকবাসিয়া বাজার এলাকা হতে শত শত মোটর সাইকেল ও ভ্যান যোগে হাজার হাজার মানুষ শোভাযাত্রা শুরু করেন। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে শোভাযাত্রায় অংশগ্রহনকারীদের স্বাগত জানান এলাকার সাধারণ মানুষ ও ভোটার সমর্থকরা। প্রার্থী রুহুল কুদ্দুছ বিভিন্ন স্থানে দাড়িয়ে গণসংযোগে অংশ নেন এবং পথ সভায় বক্তব্য রাখেন। শোভাযাত্রাটি কাকবাসিয়া বাজার থেকে শুরু হয়ে বিছট বাজার, একসরনা বাজার হয়ে আমতলায় গিয়ে শেষ হয়। এসময় মাস্টার বশির আহমেদ, সমাজ সেবক শওকত হোসেন, ব্যবসায়ী আঃ রউফ, সমাজ সেবক মোবারক মোল্যা, লিয়াকত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।