
নিজস্ব প্রতিবেদক: গত ১৪ দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি দুই সন্তানের জননী নিখোঁজ সাবিনা ইয়াসমিনের। মাকে না পেয়ে তার দুই সন্তান সব সময় কান্নাকাটি করছে। বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে দুই পরিবারের সদস্যরা দুঃশ্চিন্তায় পড়েছে।
জানা যায়, সাতক্ষীরার আশাশুনি উপজেলার দাদপুর গ্রামের রিপন হোসেনের স্ত্রী দুই সন্তানের জননী সাবিনা ইয়াসমিন (২৫) গত ৪ আগস্ট রাত এগারটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গিয়ে নিখোঁজ হয়। এরপর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় তাকে খুঁজে না পেয়ে গত ৮ আগস্ট সাবিনা ইয়াসমিনের স্বামী রিপন হোসেন আশাশুনি থানায় একটি জিডি করে। যার নং-৩৩৫। জিডিতে বলা হয়েছে নিখোঁজ সাবিনা ইয়াসমিনের লাল রংয়ের মেকসি পরিহিত, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, হালকা শারীরিক গড়ুন, গায়ের রং ফর্সা ও মুখ মন্ডল লম্বাটে।
গত ৭ বছর পূর্বে সাতক্ষীরা সদর উপজেলার জিয়ালা গ্রামের বাকের আলীর কন্যার সাথে রিপন হোসেনের বিয়ে হয়। তাদের ঘরে আল-আমিন (৬) ও রাবেয়া খাতুন (৯ মাস) দুটি বাচ্চা জন্ম নেয়।
নিখোঁজ সাবিনা ইয়াসমিনের মা খোদেজা খাতুন জানায়, মেয়েকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি। কোথাও না পেয়ে আমরা নিরুপায় হয়ে গেছি। মেয়ের দুধ খাওয়া বাচ্চাকে নিয়ে সবচেয়ে সমস্যায় পড়েছি।
কেউ নিখোঁজ সাবিনা ইয়াসমিনের সন্ধান পেলে ০১৭৬৬৩৩৯৭৮৭ ও ০১৯১০৯৫৬২৯৭ নাম্বারে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।