
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে সাজা প্রাপ্ত আসামীসহ ২ জনকে গ্রেফকার করেছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এএসআই কবির হোসেন অভিযান চালিয়ে সিআর-১৫৫/১৯ (ওয়ারেন্ট) আসামী প্রতাপনগর গ্রামের গোলাম রব্বানী সানার পুত্র আকরাম হোসেনকে গ্রেফতার করেন। এএসআই দেবাশিষ মন্ডল অভিযান চালিয়ে পাঃ জাঃ-২৩/১৯ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী খলিসানী গ্রামের শাহবুদ্দিনের পুত্র নূর আহমেদ রায়জীদকে শোভনালী এলাকা হতে গ্রেফতার করেন।