নিজস্ব প্রতিবেদক: আশাশুনিতে যুবকের মারপিটে এক বৃদ্ধা মারাত্মক জখম হয়েছে। গুরুতর আহত বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বৃদ্ধার নাম নূর জাহান বেগম (৬২)। তিনি উপজেলার বুধহাটা ইউনিয়নের দক্ষিণ চাপড়া গ্রামের আবুল কাশেম সরদারের স্ত্রী।
গুরুতর আহত দরিদ্র ঐ বৃদ্ধা ও তার পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে নূর জাহান স্থানীয় একটি এলাকা থেকে বড়শি দিয়ে মাছ ধরে বাড়ি ফিরছিল। প্রচন্ড রৌদ্রের কারনে পথিমধ্যে তিনি দক্ষিণ চাপড়া গ্রামের সিদ্দিক ডিলিয়ারের ঘেরের ফাড়িতে মাথা ঘুরে পড়ে যায়। সেখানে সে কিছু সময় বসে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল। এমন সময় ঘের মালিক সিদ্দিক এর পুত্র জাহাঙ্গীর (৩৫) তাকে সেখানে দেখতে পেয়ে বৃদ্ধা তাদের ঘের থেকে মাছ ধরছে এমন ধারনা করে লাঠি দিয়ে বৃদ্ধাকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহত বৃদ্ধাকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করে।
মারপিটের কারন সম্পর্কে জানতে চাইলে ঘের মালিক সিদ্দিক তার পুত্র কর্তৃক ঐ বৃদ্ধাকে মারপিটের কথা স্বীকার করেন। তবে বৃদ্ধা তার ঘের থেকে মাছ ধরছিল বলে দাবী করেন। আহত বৃদ্ধাকে পরে আশাশুনি হাসপাতাল থেকে সাতক্ষীরায় রেফার করা হয়েছে বলে জানা গেছে।
আশাশুনিতে যুবকের মারপিটে বৃদ্ধা জখম
পূর্ববর্তী পোস্ট