
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে এক মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) রাতে সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের অভিযানে শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রাম থেকে ১’শ গ্রাম গাঁজাসহ বলাই চন্দ্র দাশের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী তারক দাসকে মাদক বিক্রির সময় হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে তাকে আসামী করে আশাশুনি থানায় ২(১০)১৯ নং একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া এসআই বিল্লাল হোসেন শেখ সিআর-১৬২/১৮ নং মামলার আসামী কদমদহ গ্রামের হাসান সরদারকে, এসআই মোকাদ্দেস হোসেন সিআর-৪৬৭/১৮, ৬২/১৯ নং মামলার আসামী কুড়িকাহনিয়া গ্রামের শাহাব্দ্দুীনকে, সিআর-৬২/১৯ নং মামলার আসামী একই গ্রামের আলাউদ্দীনকে, এএসআই শাহ জামাল সিআর-১০২/১৯ নং মামলার আসামী কল্যানপুর গ্রামের শহিদুল ইসলাম (নান্টু)কে, সিআর-১০২/১৯ নং মামলার আসামী সোনাতনকাটি গ্রামের আলআমিন হোসেনকে ও এএসআই কায়ছারুল ইসলাম সিআর-৯০/১৯ নং মামলার আসামী রেজাউল সরদারকে গ্রেফতার করেন। আসামীদেরকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।