নিজস্ব প্রতিবেদক: আশাশুনিতে ভুয়া মৎস্যজীবী সেজে প্রকৃত মৎস্য জীবীদের সাথে প্রতারণা, জলমহালের উপর অবৈধ পাকা বাড়ী নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার বড়দল এলাকাবাসী। মঙ্গলবার বেলা ১১টায় আশাশুনি উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বড়দল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য চন্ডী চরণ গাইন, খোকন মোল্যা, তাপস মন্ডল, ফারুক মোল্যা, দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তরা বলেন, দুর্নীতি পরায়ন বড়দল ইউপি সদস্য নীলকন্ঠ গাইন ভূয়া মৎস্যজীবী সেজে প্রকৃত মৎস্যজীবীদের ক্ষতি করছে। জলমহালের উপর অবৈধ পাকা বাড়ী নির্মাণ করেছেন। একজন দূর্ণীতিবাজ ও মামলাবাজ হিসেবে পরিচিত এই নীলকণ্ঠ গাইন। তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই তবে কেউ মুখ খুলতে সাহস পায় না।
বক্তারা বলেন, ভুয়া মৎস্যজীবী সেজে প্রভাব বিস্তার করে হেতাইলবুনিয়া মৎস্যজীবী সমবায় সমিতির নামে নিবন্ধন নিয়েছে। আমরা এই সমিতির নিবন্ধন বাতিল, জলমহালে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানাচ্ছি।