
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ ল্যাপটপ বিতরণ করা হয়।
ভূমি সংস্কার বোর্ড, ঢাকা থেকে প্রাপ্ত বাজেট হতে কোটেশনের মাধ্যমে ৭টি ল্যাপটপ ক্রয় করা হয়। ল্যাপটপগুলো সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা উপজেলার শোভনালী, বুধহাটা, শ্রীউলা, আনুলিয়া, বড়দল, আশাশুনি সদর ও প্রতাপনগর ইউনিয়ন ভূমি অফিসে প্রদান করা হয়। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ স্ব স্ব অফিসের ল্যাবটপ গ্রহণ করেন।