
আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের কোচিং ফি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে লিলিয়েনা ফন্ডস্ নেদারল্যান্ডস্ এর অর্থায়নে, আইডিয়াল এর বাস্তবায়নে এ ফি প্রদান করা হয়।
প্রাইড প্রকল্পের আওতায় আশাশুনিতে ৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ২৫০ টাকা করে তিন মাসের এক্সট্রা কোচিং ফি প্রদান করেন আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন আইডিয়াল আশাশুনি শাখার শাখা ব্যাবস্থাপক কুমার বিশ্বজিৎ বৈরাগী ও প্রকল্পরে সুপাভাইজর সুব্রত বাছাড় সহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।