
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বড়দলে বরসা এনজিও এর শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে ইউনিয়নের ফকরাবাদ কানুর মোড় নামক স্থানে এ অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সাতক্ষীরা চায়না বাংলার প্রতিষ্ঠাতা ও বরসা এনজিও এর নির্বাহী পরিচালক একেএম আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা। নাকতড়া এরিয়া অফিসের সুপারভাইজার বাবর আলী সরদার এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুরঞ্জন কুমার ঢালী, কৃষকলীগের সভাপতি সোহরাব হোসেন মোড়ল, ইউপি সদস্য হাফেজ রুহুল আমিন, শিক্ষক খগেন্দ্র নাথ মন্ডল প্রমূখ।