
নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলায় উপকূলীয় অঞ্চলে দুর্যোগের ঝুঁকি হ্রাসে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ স্ট্রেনদেনিং ফ্লুড রেসপন্স প্রকল্প বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৬ আগস্ট) সকালে আশাশুনি অফিসার্স ক্লাবে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি, ব্র্যাকের আয়োজনে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।কর্মশালায় প্রধান অতিথি কৃষ্ণা রায় বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের উপকূলীয় এলাকা। এই প্রকল্পটি আমাদের দুর্যোগ প্রস্তুতি, বিশেষ করে ঘূর্ণিঝড় মোকাবিলায় সহায়তা করবে। এ ধরনের কার্যক্রম বাস্তবায়নের জন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি আরোও বলেন, প্রাকৃতিক দুর্যোগের আগাম প্রস্তুতি গ্রহণ এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।এসময় উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ,সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম,ব্র্যাক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি ফিল্ড কো-অর্ডিনেটর জি.এম মইনুল ইসলাম, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি প্রকল্প সমন্বয়কারী শাহজাহান মিয়াসহ কর্মশালায় সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা, ব্র্যাকের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে প্রকল্প সহ দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির সকল গৃহীত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ প্রকল্পের মাধ্যমে আশাশুনিসহ উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় একটি শক্তিশালী ব্যবস্থা গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।