
সচ্চিদানন্দদে সদয়,আশাশুনি: আশাশুনিতে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা’১৯ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন ঘোষনা করেন ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসানের সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা দীপক কুমার মল্লিকের উপস্থাপনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় অসিম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সেলিম সুলতান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জিএম অলিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, সদর ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন, এসআই ফনি ভূষন, এসএপিপিও আব্দুল গনি, সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষকলীগ সভাপতি সম সেলিম রেজা, এপি ওয়ার্ল্ড ভিষন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার মিলতি সরকার সহ নার্সারী মালিকগন ও গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় প্রধান অতিথি ইউএনও মীর আলিফ রেজা বলেন, গাছ আমাদের চারপাশে পরিবেশে ভারসাম্য রক্ষা করে। আমরা গাছ রোপনে আগ্রহী এটা সঠিক কিন্তু গাছ রক্ষানা বেক্ষনে সচেতন নই। আমাদের প্রত্যেককে পরিবেশ দূষন মুক্ত রেখে আমাদের স্বাভাবিক জীবন যাপনে প্রত্যেক ব্যক্তিকে বৃক্ষ রোপনে ও তা পরিচর্যায় উদ্বুদ্ধ হতে হবে। তিনি বাড়ীর আশ-পাশে ফলদ ও পতিত জায়গায় বনজ বৃক্ষ রোপন করার আহবান জানান। আলোচনা শেষে প্রধান অতিথি তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন ঘোষনা করেন। সব শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ ড্রাগন কমলা লেবুর চারা রোপন করেন এবং মেলায় অংশগ্রহনকারী ৩১টি হরেক রকমের ফলদ ও বনজ বৃক্ষের স্টল পরিদর্শন করেন।