
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনিতে ৪৮ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আশাশুনি উপজেলা প্রসাশন ও সমবায় অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্তর থেকে প্রথমে র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সকড় প্রদক্ষিণ শেষে এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে শেষ হয়। প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা করিমুল হক। বিশেষ অতিথির ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আ ব ম মোছাদ্দেক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বিমল কৃষ্ণ গাইন। সমবায় অধিদপ্তরের সহকারি পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডল ও সহকারি শিক্ষক উত্তম কুমার মন্ডলের পরিচালনায় সভায় শ্যামনগরের মাওলানা হাবিবুর রহমান, আ’লীগ নেতা আব্দুল মান্নান, সাংবাদিক এম এম সাহেব আলী, যুবলীগ নেতা আছাদুজ্জান খোকন, সাবেক মেম্বার কল্যানী সরকারসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির সভাপতি/সম্পাদক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মডেল সমবায় সমিতি লিঃ, কাদাকাটি গোলাপ মহিলা উন্নয়ন সমবায় সমিতি, কল্যানপুর যুব উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি, যদুয়ারডাংগা দঃ পাড়া একতা বহুমুখী সমবায় সমিতির সভাপতিকে সনদ পত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।