আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ‘ক’ শ্রেণী (জমি নাই, ঘর নাই) গৃহহীন ও ভূমিহীন পরিবারদের জন্য বরাদ্ধকৃত গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। শুক্রবার বিকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের দক্ষিণ চাপড়া বলফিল্ড এর পার্শ্বে ২২টি গৃহের নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি। এসময় উপজেলা নির্বাহী অফিসার সঠিক নিয়মে গৃহ নির্মাণ হচ্ছে কিনা তা যাচাই করেন, সে মোতাবেক দিক নির্দেশনা প্রদান করেন ও ভূমিহীন পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। পরিদর্শনকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
আশাশুনিতে গৃহ নির্মাণ কাজ পরিদর্শনে ইউএনও
পূর্ববর্তী পোস্ট