
বি এম আলাউদ্দীন আশাশুনি থেকে: আশাশুনিতে খাদ্য বিভাগের বিন¤্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর শুক্রবার আশাশুনি খাদ্য বিভাগের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। দিবসটি পালনে কর্মসুচির মধ্যে ছিল সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলনের পরে সকাল ৮টায় উপজেলা শহীদ স্মৃতিসৌধ চত্বরে শহীদের স্মরনে পুষ্পমাল্য অর্পন ও সকাল ৯টায় খাদ্য বিভাগের চত্বরে আলোচনা সভা শেষে ১০-৩০টায় সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। আশাশুনি খাদ্য গুদামের অফিসার উত্তম কুমার (হিমালয় ভক্ত)’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন। খাদ্য বিভাগের অফিস সহকারি কামরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সাজ্জাত হোসেন কালু, স্বেচ্ছাসেবকলীগ নেতা মনিরুজ্জামান বিপুল, কর্মচারী ইদ্রিস আলী, শ্রমিক আবুল কালাম, ইলিয়াছ গাজী প্রমুখ।