নিজস্ব প্রতিবেদক :
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের লক্ষ্যে আশাশুনিতে আওয়ামী লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যা ৭:৩০ মিনিটে উপজেলা ১৪ দলের অস্থায়ী কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ঢালী মোঃ শামসুল আলম, উপজেলা জাসদের সভাপতি সুরাতউজ্জামান, সাধারণ সম্পাদক কবি রুবেল, খাজরা ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ ফজলুল হক, আশাশুনি সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি তৈয়েবুর রহমান, আশাশুনি উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি মোঃ মফিজুল ইসলাম সহ আওয়ামী লীগ ও জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আশাশুনি উপজেলায় ১৪ দলকে গতিশীল করার লক্ষ্যে ১৪ দলের সমন্বয় কমিটি গঠনের জন্য বুধবার (২ আগস্ট) বিকাল ৫ টায় পুনরায় যৌথসভা আহবান করা হয়। উক্ত যৌথ সভায় ১৪ দলের শরিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। পরে কেন্দ্রীয় ১৪ দলের সাথে সমন্বয় করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।