
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী, ওসি (তদন্ত), মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, আবু হেনা সাকিল, আলহাজ¦ শাহ নেওয়াজ ডালিম, শেখ জাকির হোসেন, আঃ আলিম মোল্যা, দীপঙ্কর কুমার সরকার, প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, স ম সেলিম রেজা সেলিম, অধ্যাপক সুবোধ চক্রবর্তী, প্রভাষক ইয়াহিয়া ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।