আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণে অংশ গ্রহণের জন্য প্রশিক্ষণার্থী বাছাই অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে উপস্থিত হওয়া প্রশিক্ষণার্থীদের আশাশুনি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে সরেজমিনে চাহিদা মোতাবেক সার্টিফিকেট যাচাই ও মাপযোগ অন্তে বাছাই করা হয়। বাছাই কার্য পরিচালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হোসনে আরা বিউটি। এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষিকা খাদিজা খাতুনসহ বিভিন্ন ইউনিয়ন আনসার ও ভিডিপি কমান্ডারবৃন্দ এবং প্রশিক্ষনার্থীবৃন্দ। উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ২১ দিন ব্যাপী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণে আশাশুনি উপজেলা থেকে মোট ১০ জন প্রশিক্ষণার্থী বাছাই করা হয়েছে।
আশাশুনিতে অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণার্থী বাছাই অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট