
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলার শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি বালুর মাঠের কাছে মৎস্য ঘের থেকে মেশিনের সাহার্যে স্থানীয় হিজলা গ্রামের আনোয়ার হোসেনের পুত্র ফজর আলি অবৈধ ভাবে বালু উত্তোলন করছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর ৫/১ ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় এসআই পিযুষ কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।