
সিরাজুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি: উপজেলা প্রশাসন শ্যামনগর-এর ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসন,সাতক্ষীরার পরিচালনায় ইনোভেশন ইন পাবলিক সার্ভিস কর্মসূচির আওতায় কমিউনিটি বেজড কালচার ইকো ট্যুরিজম প্রকল্পের অধীন আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার নির্মাণ করা হয়েছে। বর্তমান মৌসুমে দেশী-বিদেশী পর্যটক শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় দর্শনার্থীদের উপস্থিতিতে পুরা ট্যুরিজম এলাকা মুখরিত হয়ে উঠেছে। পৃথিবীর শ্রেষ্ঠ ম্যানগ্রোভ সুন্দরবনের পাশেই সাতক্ষীরা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শ্যামনগর উপজেলার সাবেক নির্বাহী অফিসার ও বর্তমান খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক আবু সায়েদ মোঃ মনজুর আলম মহোদয়ের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় নির্মাণ করা হয়েছে সুন্দরবন ভিত্তিক পর্যটন কেন্দ্র আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার। সুন্দরবন সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়ার জন্য আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার হচ্ছে সবচেয়ে উপযুক্ত ও আকর্ষনীয় স্থান। এখানে আছে সুন্দরবনকে উপভোগ করার সুন্দর আয়োজন। এখানে আছে উপকুলীয় অঞ্চলের মৎস্য সম্পদকে পর্যটকদের মাঝে উপস্থাপনের জন্য সাবেক জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ ফিস মিউজিয়াম; ইকো কটেজ; পর্যটকদের চলাচলের জন্য রয়েছে দৃষ্টিনন্দন হাঁটার পথ। পথের চারপাশে আছে কেওড়া গাছের সারি। চারিদিকে শালিক,বকসহ বিভিন্ন অতিথি পাখিদের কিচির মিচির শব্দ ও তাদের সারিবদ্ধ ওড়াওড়ি আপনাকে নিশ্চয়ই মুগ্ধ করবে। আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার চত্বর জুড়ে রয়েছে বাঘ,হরিণ,কুমির,বক ইত্যাদি বিভিন্ন বন্য প্রাণীর ভাস্কর্য্য। আরো আছে নারী ও শিশুবান্ধব টয়লেট,নৌকা,মিটিং রুম,ওয়াচ টাওয়ার,আবাসিক ইকো কটেজ,বনবিলাস ও বাদাবনের হেসেঁল নামে একটি আধুনিক রেস্টুরেন্ট ইত্যাদি। এছাড়া এখান থেকে প্রতিদিন দুইবার সুন্দরবন ট্রিপ-এর ব্যবস্থা আছে। প্রকৃতির এক অনন্য আশীর্বাদ এই সুন্দরবন। প্রকৃতি যেন তার আপন মহিমায় সাজিয়েছে এই সুন্দরবনকে। আর সুন্দরবন ভিত্তিক পর্যটন কেন্দ্র আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারকে দিয়েছে বিভিন্ন সময়ে ,বিভিন্ন রকম সৌন্দর্য। খুব ভোরে,দুপুরে, পড়ন্ত বিকালে এবং সন্ধ্যায় এটি বিভিন্ন রুপে আবির্ভুত হয়। তাই এর সবকয়টি রুপ দেখতে হলে আপনাকে ভিন্ন ভিন্ন সময়ে এখানে আসতে হবে। বর্তমানে সুন্দরবনকে উপভোগ করতে প্রতিদিন শত শত ভ্রমণ পিপাসু মানুষেরা আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে আসছেন। আর সুন্দরবনকে নতুন ভাবে আবিস্কার করুন। উল্লেখ্য,জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি ১৪মার্চ ২০১৭ তারিখে এই আকাশলীনা স্পটে অনুষ্ঠিত হয়। যা ৩১ মার্চ ২০১৭ শুক্রবার রাত ৮টা ৩০মিনিটে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সম্প্রচারিত হয়। বর্তমান জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল ও শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামারুজ্জামান সার্বক্ষনিকভাবে আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারের তদারকি করছেন। আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি বাজারের পাশে অবস্থিত। তার যাতায়াত ব্যবস্থা- শ্যামনগর উপজেলা সদর হতে কলবাড়ি বাজার সংলগ্ন কেন্দ্রটি মাত্র ১৭কি:মি: দূরে অবস্থিত।