স্পোর্টস ডেস্ক:
আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচেই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সে স্কোর পেরিয়ে নতুন রেকর্ড গড়ল টাইগাররা।
সোমবার (২০ মার্চ) টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করেছে তামিম বাহিনী। এর আগে সিরিজের প্রথম ম্যাচে করা ৩৩৮ রান ছিল ওয়ানডে ইতিহাসে টাইগারদের সর্বোচ্চ রানের রেকর্ড।
বাংলাদেশেরও সংগ্রহটা এত বড় হওয়ার পেছনের নায়ক মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। ৩৩.২ ওভারে দলীয় ১৯০ রানে চতুর্থ উইকেট হারায় টাইগাররা। এরপর পঞ্চম উইকেট জুটিতে এ দুজন মিলে আইরিশ বোলারদের তুলোধুনো করে মাত্র ৮০ বলে তুলে নেন ১২৮ রান। হৃদয় এক রানের জন্য ফিফটির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও মুশফিক বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন।