স্পোর্টস ডেস্ক:
হাতে তিন উইকেট, শেষ ওভারে জেতার জন্য প্রয়োজন ২৯ রান। আগের ওভারেই আফগানিস্তান জাত, হার্দিক পান্ডিয়ার বদলি অধিনায়ক রশিদ খান অসাধারণ লেগ স্পিন এর সাহায্যে হ্যাট্রিক করেছেন।
কলকাতা নাইট রাইডার্স এর অতি বড় সমর্থকও জয়ের স্বপ্ন দেখার কথা ভাবতে পারেননি। কিন্তু স্বপ্ন দেখেছিলেন একজন। উত্তরপ্রদেশের সামান্য এক গ্যাস ডেলিভারি ম্যানের সন্তান রিঙ্কু সিং।
শেষ ওভারে যশ দয়াল এর বলে পরপর পাঁচটি ছক্কা মেরে তিনি নাইটদের জেতান তিন উইকেটে। তাঁর উজ্জ্বলতায় ঢাকা পড়ে যায় গুজরাট টাইটান্স এর বিজয় শঙ্করের অসামান্য ইনিংস কিংবা রশিদ খানের হ্যাটট্রিক।
অথবা কে কে আর এর বেঙ্কতেশ আয়ার এর ৮৩ রানের চমৎকার ইনিংসটি। আরব্য রজনীর নাইটদের মত অবিচল আত্মপ্রত্যয় নিয়ে রিঙ্কু নাইটদের জেতান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নরেন্দ্র মোদির মূর্তি বসানো আছে কিনা জানা নেই, না থাকলে রবিবারের ম্যাচের পর রিঙ্কু সিং এর একটি মূর্তি ওখানে বসানো যেতেই পারে।
সাহস, স্থিতধি আর শৌর্য্যর প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকবে রিঙ্কুর ইনিংসটি।