
ডেস্ক রিপোর্ট : অভিনেতা সিদ্দিককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর করে থানায় সোপর্দ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা । মঙ্গলবার বিকেলে রাজধানীর বেইলি রোডে এ ঘটনা ঘটে।সিদ্দিক বর্তমানে রমনা থানা হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন উপ-পরিদর্শক জালাল উদ্দিন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় ছাত্রদল পরিচয়ে কিছু যুবক সিদ্দিককে আটকে মারধর করে বলে অভিযোগ পাওয়া যায় ।এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, জামাকাপড় ছেঁড়া অবস্থায় তাকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন একদল যুবক। নেওয়ার সময়ও কেউ তার গায়ে হাত তুলছিলেন। সে সময় কান্নাকাটি করছিলেন অভিনেতা। সিদ্দিককে ধরে নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের দোসর বলে স্লোগান দিচ্ছিলেন ছাত্রদলের কর্মীরা। আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন সিদ্দিক। তবে তিনি মনোনয়ন পাননি। উপ-পরিদর্শক জালাল উদ্দিন আরো জানান, ‘এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।’