আক্তারুজ্জামান সীমান্ত (কলারোয়া)প্রতিনিধি: বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের প্রাক্কালে সাতক্ষীরা সীমান্তে সাত বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১৮আগস্ট)সন্ধ্যায় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকালে সদর উপজেলার তলুইগাছা বিওপি’র হাবিলদার শামীম হোসেনের নেতৃত্বে একটি টহল দল সাতক্ষীরা সীমান্তের নটিজঙ্গল নামক এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় সাত বাংলাদেশি নাগরিক ও একজন মানব পাচারকারীকে আটক করে।
আটককৃতরা বাংলাদেশি নাগরিকরা হলেন, জামালপুর জেলার রুদ্র বয়রা গ্রামের রুবেল মিয়া (২৬), তার স্ত্রী মোছা. সুমি (২০), একই এলাকার শফিকুল ইসলাম ( ২৫) ও স্ত্রী নাসিমা খাতুন (২২), গোপালগঞ্জ জেলার পাইকেরবাড়ী গ্রামের দীলিপ বারই (২৭) ও তার স্ত্রী সেতু বিশ্বাস (১৯) ও জয়পুরহাটের বৃষ্টি খাতুন (২২)। এছাড়া আটক মানবপাচারকারীর নাম কবিরুল ইসলাম (২৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার সোবহান সরদারের ছেলে।
বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া মানব পাচারের সাথে জড়িত কেড়াগাছির মহিদুল ইসলাম (৩৮), উত্তর তলুইগাছার খোরশেদ আলম (লাভলু) ও কেড়াগাছির মোফাজ্জল হোসেন (৩২) কেও আসামি করা হয়েছে।