
চট্রগ্রাম ব্যুরো: নগদ ২৫ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা, ১৬৮ টি খালি চেক সহ চট্টগ্রাম বন্দরের তিন কর্মচারি আটক হয়েছে। রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর ভবন থেকে তাদের আটক করেন একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরে তাদের বন্দরের নিরাপত্তা বিভাগে নিয়ে যাওয়া হয়। বন্দর ভবনের সোনালী ব্যাংকের সামনে থেকে মেরিন বিভাগের লস্কর মো. দেলোয়ার হোসেন (৪৮), প্রকৌশল বিভাগের দক্ষ খালাসি আবদুল মান্নান (৫২) ও এসএস টেন্ডর পদের মো. আবুল কালামকে (৫২) আটক করা হয়। তাদের কাছে নগদ ২৫ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা, ১৬৮ টি খালি চেক, ১০০ টাকা মূল্যমানের ৩০টি প্রাইজবন্ড পাওয়া গেছে। এ ছাড়া তিনটি ডিপোজিটে জমা রয়েছে প্রায় ১৮ লাখ টাকা।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বন্দরের কর্মচারীদের চেক জমা নিয়ে টাকা ধার দিয়ে সুদের কারবার চালিয়ে আসছিলেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বিভাগের বন্দর টিমের তথ্যের ভিত্তিতে এ চক্রের তিনজনকে আটক করা হয়।
এই বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, আটক তিনজনের মধ্যে দেলোয়ার হোসেন নামে একজন বন্দরের মেরিন বিভাগে কর্মরত আছেন। বাকি দুজন প্রকৌশল বিভাগে আছেন। তিনজনই চতুর্থ শ্রেণীর কর্মচারি। সচিব বলেন, আটকের পর তাদের শরীরে তল্লাশি করে ২৫ লাখ টাকার মতো পাওয়া গেছে। তাদের স্ব স্ব বিভাগের কাছে দেওয়া হচ্ছে। তিনজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। জব্দ টাকার উৎসও খতিয়ে দেখা হবে বলে জানান সচিব।