
জাতীয় ডেস্ক:
পুলিশ জানায়, এ নিয়ে গত এক মাসে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে ।
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় হাউজিং ব্যবসাকে কেন্দ্র করে ফের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি বেগমবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে সিরাজদিখান থানার ওসি একে এম মিজানুল হক জানান।
এ সময় অন্তত ১৫টি বাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, এ ঘটনায় খালেক,আহসান ও রাজ্জাক নামে তিনজন টেঁটাবিদ্ধসহ আটজন আহত হয়েছেন। টেঁটাবিদ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মিজানুল হক বলেন, পূর্ব শত্রুতা ও হাউজিং ব্যবসাকে কেন্দ্র করে ‘এশিয়ান নিরাপদ সিটির’ বাতেন হাজী ও আল ইসলামের সঙ্গে ‘দক্ষিণা গ্রীস সিটির’ সুমন মিয়া ও কামিজুদ্দিন কামুর সমর্থকদের দীর্ঘদিন বিরোধ চলছিল। এ নিয়ে গত এক মাসে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে ।
মঙ্গলবার সকালে দক্ষিণা গ্রীন সিটির সুমন মিয়া ও কামিজুদ্দিন কামু গ্রুপের লোকজন প্রতিপক্ষ আল ইসলাম, খালেক মিয়া, জব্বার মিয়া, মো. শাহ আলী ও দ্বীন ইসলামসহ প্রায় ১০ জনের ১৫টি বাড়িঘর ভাঙচুর করা হয়।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে ওসি আরও বলেন, “ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন আছে। তবে আহতদের বিষয়ে সঠিক বলতে পারছি না।”