
নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে গত এক সপ্তাহের চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় বাহাত্তর লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকায় এবং বাকাল ও ঝাউডাংগা চেকপোস্টে অভিযান চালানো হয়।
এ সময় ৫৮ লাখ ৭৫ হাজার ৯২০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ১০ লাখ ৩১ হাজার টাকা মূল্যের শাড়ি, ৭৩ হাজার টাকা মূল্যের বোরকা এবং ২ লাখ ৯৬ হাজার ৯০০ টাকা মূল্যের অন্যান্য চোরাচালান করা মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, এসব মালামাল দেশের শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল। চোরাচালানের কারণে একদিকে দেশীয় শিল্প ও বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।জব্দ করা মালামাল সাতক্ষীরা কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে। স্থানীয়রা বিজিবির এসব অভিযানকে চোরাচালান প্রতিরোধে কার্যকর বলে উল্লেখ করে এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানান।

