
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফান ও ইয়াসে ক্ষতিগ্রস্থ ও বানভাসী মানুষের সুপেয় পানি সরবার নিশ্চিতের লক্ষ্যে গভীর নলক‚প স্থাপন করা হয়েছে। হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থা নিজস্ব অর্থে শ্রীউলার কলিমাখালী গ্রামে নলক‚পটি স্থাপন করেছে।
মানুষের সুপেয় পানির ব্যবস্থা করতে এসংস্থাটি গভীর নলক‚প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল। নলকূপ স্থাপনের বাজেটও প্রদান করা হয়, কিন্তু নানা জটিলতার কারনে নলক‚প স্থাপনে বিলম্ব ঘটে। অবশেষে প্রভাষক মোসলেম আলি নিজে উপস্থিত থেকে অনেক কষ্ট এবং পরিশ্রমের বিনিময়ে সড়ক এবং নদী পথে টিউবওয়েলটি বসানোর সরঞ্জামাদি নিয়ে কলিমাখালি গ্রামে নলকূপটি বসানোর কাজ শেষ সম্পন্ন করেছেন। মাঠ পর্যায়ে তিনি উপস্থিত থাকলেও সাতক্ষীরা সরকারি কলেজেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মহিতোষ কুমার নন্দী, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক গৌতম পালের ঐকান্তিক প্রচেষ্টা এবং নির্দেশনায় কাজটি সম্পন্ন হয়েছে।
হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় ইতিপূর্বে ঘূর্ণিঝড় আম্ফান এবং নদী ভাঙ্গনের ফলে শ্রীউলা ইউনিয়নের ক্ষতিগ্রস্থ অসহায় বানভাসি মানুষের মাঝে ৭৪৫ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।