
প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, জেলা নাগরিক কমিটির সাবেক আহবায়ক, বীরমুক্তিযোদ্ধা শেখ আবু নাসিম ময়নার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপিলক্ষে মরহুমের কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল ১০টায় শেখ আবু নাসিম ময়নার কবরে শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, সহ সভাপতি শেখ সাহিদ উদ্দিন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, মহিলা সম্পাদিকা শিমুন শামস, সদস্য নাজমুন আসিফ মুন্নী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, সিদ্দিকুর রহমান প্রমুখ।
এর আগে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে সংগঠনের যুগ্ম আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলালের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ. যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, মাধব চন্দ্র দত্ত, অধ্যাপক ইদ্রিশ আলী, শেখ সিদ্দিকুর রহমান, সুরেশ পান্ডে, শেখ রবিউল ইসলাম, মহব্বত আলী, আফজাল হোসেন, কেয়াম উদ্দীন গাজি, আবু রায়হান প্রমুখ।
সাতক্ষীরা জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা খাতুন রুবি ও সহসভাপতি এড. আল মাহামুদ পলাশের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন সেলিম রেজা মুকুল, সাইফুল আলম বাবু, শাহজাহান কবির, আসাদুজ্জামান লাভলু, শহিদুল ইসলাম, রবিউল ইসলাম, জাহাঙ্গির হোসেন, আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা: বদরুদ্দোজা শাহিন, ধর্ম সম্পাদক মাষ্টার আব্দুল খালেক, নির্বাহী সদস্য নাজমুন নাহার, জাহাঙ্গীর আলম, আব্দুল হামিদ প্রমুখ।
এদিকে রাতে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের এক আলোচনা সভা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শেখ আবু নাসিম ময়নার জীবন ও কর্ম সম্পর্কে আলোকপাত করেন বক্তারা। এছাড়াও মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।