
নিজস্ব প্রতিনিধি: পাওনা টাকার জেরে পাটকেলঘাটার পল্লীতে চা দোকানী এক গৃহবধুকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই গৃহবধু সাতক্ষীরার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার প্রতিকার চেয়ে গৃহবধুর স্বামী শনিবার সকালে পাটকেলঘাটা থানায় এজাহার দায়ের করেছেন বলে জানা গেছে।হামলা শিকার ওই গৃহবধুর নাম হালিমা বেগম (৩৮)। তিনি পাটকেলঘাটা থানার দাদপুর গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী। এক ছেলে এক মেয়ে আছে। এর আগে দিনমুজুর করলেন। আসাদ একই এলাকার জালু কবিরারের ছেলে
হালিমা খাতুন জানান, কয়েক বছর ধরে তার স্বামী অসুস্থ হওয়ার কারনে তিনি মেল্লেকবাড়ী বাজারে একটি চায়ের দোকান দিয়ে ব্যাবসা পরিচালনা করে আসছেন। এই এলাকার আসাদের সাথে
তার চার হাজার বাকী খাতায় পড়ে ছিল দীর্ঘদিন দিন।বধুবার সন্ধ্যায় পাওনা ৪০০হাজার টাকা চাওয়ায় আসাদ তার ওপর ক্ষিপ্ত হয়ে পড়ে। ওই সময় আসাদের নেতৃত্বে ভাইপো সলেমান সহ ৩/৪জন সন্ত্রাসী তার দোকান ভাংচুর চালায়। এতে তিনি বাঁধা দিতে গেলে হামলাকারীরা তাকে লোহার রড় দিয়ে বেধড়ক মারপিট করে আট আনা ্ওজরে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় । একই সাথে হামলাকারীরা ১৫- ২0হাজার মাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি । এর পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।
অভিযোগ অস্বীকার করে আসাদ জানান, যে ঘটনা ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি)মো.মহিনুদ্দীন জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইন গত ব্যাবস্থা নেওয়া হবে।