
ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে:
দেবহাটা রিপোটার্স ক্লাবের সাংবাদিকদের সাথে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ মতবিনিময় করেছেন। দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় শনিবার ১২ ফেব্রæয়ারী, ২২ ইং তারিখ সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা সদরে অবস্থিত দেবহাটা রিপোটার্স ক্লাব কার্য্যালয়ে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডসহ বিভিন্ন বিষয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আর.কে.বাপ্পা, সাংবাদিক ও সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সিনিয়র সাংবাদিক ওমর ফারুক মুকুল, দেবহাটা রিপোটার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ আবির হোসেন লিয়ন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য ও প্রচার সম্পাদক তারেক মনোয়ার, কার্য্যনির্বাহী সদস্য জি.এম আব্বাসউদ্দীন, দেবহাটা থানার এএসআই আব্দুর রহমানসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ওসি শেখ ওবায়দুল্লাহ সাংবাদিকদের মাধ্যমে সমাজের দর্পন হিসেবে উল্লেখ করে বলেন, সাংবাদিকদের মাধ্যমে সমাজের উন্নয়ন যেমন হয় তেমনি অপসাংবাদিকতার মাধ্যমে সমাজের অনেক ক্ষতিও হতে পারে। দেশের উন্নয়নে সাংবাদিকরা নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে বলেন, ভাল কাজের জন্য তিনি সবসময় আন্তরিকতার সাথে কাজ করেন। কোন অপরাধী তাই সে যে ধরনের মানুষই হোক না কেন সবার জন্যই আইন সমান। অন্যায় করে কেউ ছাড় পাবেনা। ওসি এসময় আইনশৃঙ্খলার উন্নতির সাথে সাথে সকল কাজে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।