
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির কমিটির সাধারণ সভা- ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে আইনজীবী সহকারী সমিতি ভবনের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইনজীবী সহকারী সমিতির সভাপতি আব্দুস ছাত্তারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শিমুলের সঞ্চালনায় ৫টি এজেন্ডার উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন সমস্যা সমাধান ও সমিতির উন্নয়নে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে সিনিয়র আইনজীবী সহকারীদের ভিতরে বক্তব্য রাখেন আব্দুল হান্নান বিমল, কৃষ্ণ সরকার, আব্দুর রহমান, সুনীল মন্ডল, কুদ্দুস মৃধা, বসু ঘোষ, জালাল উদ্দিন আকবর, আব্দুল রহমান, গোলাম নবী, জাকির হোসেন, রহমত আলী, শাহাদাত হোসেন মাসুম ও আবু সাঈদ প্রমুখ। এসময় বক্তারা সকলকে একসাথে কাজ করার আহবান জানান। এবং দালালমুক্ত আদালত প্রাঙ্গণ গড়ে তোলার প্রত্যয়ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন আইনজীবী সহকারী সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি মো. রমজান আলী, তারক চন্দ্র রায়, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বাবলু, যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সম্পাদক দেবাশীষ সরকার, কোষাধ্যক্ষ নরেশ মল্লীক, সদস্য মো.কামরুল ইসলাম, ধর্ম বিশ্বাস মোহন, আবু সাঈদ, আনোয়ার হোসেন, আবু সাঈদ বিশ্বাস।