
বি এম আলাউদ্দীন, আশাশুনি থেকে: আশাশুনিতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ বি এম মোস্তাকিমকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক শেখ সাজিদুল ইসলাম জালাল। মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয় এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। শুভেচ্ছা বিনিময় কালে এবিএম মোস্তাাকিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক উন্নয়নের কারণে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। সকল ভেদাভেদ ভুলে তিনি আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকা প্রতীকে বিজয় করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।