
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঢালী সামছুল আলম বিভিন্ন স্থানে মতবিনিময় করেছেন। শনিবার (২ অক্টোবর) তিনি বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।
আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি, পরীক্ষিত আওয়ামী রাজনীতিবিদ ঢাকায় সাংগঠনিক কাজে সফর শেষে এলাকায় ফিরেই নির্বাচনী প্রচার শুরু করেছেন। শনিবার তিনি ফায়ার সার্ভিস মোড়, বাস স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড, ইজি বাইক স্ট্যান্ড, মোটরসাইকেল স্ট্যান্ড এবং বাজার ও বাইপাস সড়কের একাধিক স্থানে গমন করেন। এসব স্থানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।