
আশাশুনির বড়দলে ঐতিহ্যবাহী আড়ং মেলা অনুষ্ঠিতআশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামে শারদীয় দুর্গোৎসবের বিজয় দশমীতে ঐতিহ্যবাহী আড়ং মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই আড়ং মেলা অনুষ্ঠিত হয়। বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিাত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিাত থেকে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম), উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বা”চু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পূজা কমিটির সভাপতি সরঞ্জন কুমার ঢালি, ইউপির সকল সদস্যবৃন্দ, স্ব স্ব পূজা কমিটির সভাপতি উপস্থিাত ছিলেন।