
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ভেজাল তেল বিক্রির দায়ে মহেশ্বরকাটির আন্না ফিলিং ষ্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর আলিফ রেজা ফিলিং ষ্টেশনে হাজির হয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪১ ধারায় প্রাথমিক পরীক্ষায় ফিলিং ষ্টেশনের তেলে ভেজাল প্রমানিত হওয়ায় মালিক সাইদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে বুধহাটা বাজারে রহমান ফিলিং ষ্টেশনে অপরিস্কার শৌচাগারের জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট এক হাজার টাকা জরিমানা আদায় করেন।এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি শেখ মনিরুল ইসলাম ও এসআই হাসানুজ্জামান।