
এমআর মাসুদ, আশাশুনি: স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস- ২০২৩ পালন উপলক্ষে আশাশুনিতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১ আগষ্ট) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রনি আলম নূরের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম (পিপিএম), উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, উপজেলা কৃষি অফিসার এসএম এনামুল ইসলাম, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, প্রাণি সম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন ডাঃ তরিকুল ইসলাম, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, পিআইও সোহাগ খান, উপজেলা প্রকৌশলী, আরওডিও আবু বিল্লাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রকিব, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, প্রধান শিক্ষক আশরাফুন্ন্নাহার নার্গিস, জাতীয় মৎস্যজীবি সমিতির মহাসচিব রফিকুল ইসলাম মোল্যা, ঢালী মোঃ সামছুল আলম, মিজানুর রহমান, নুরুল হুদা, আবুল কালাম আজাদ বুলবুল, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাব সহ-সভাপতি এম এম সাহেব আলি প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ১৫ আগষ্ট সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, কালো ব্যাজ ধারন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি/ম্যুরালে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা ও বিশেষ দোয়ানুষ্ঠান, যুবঋণের চেক বিতরণ, রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, মসজিদ-মন্দির-গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সকল প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, ইউপি চেয়ারম্যানবৃন্দ পৃথক পৃথক কর্মসূচি পালন করবেন।