
রাজনীতি ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিশাল এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি ঠেকানো ও গণতন্ত্র পুনরুদ্ধারসহ দশ দফা দাবির যুগপৎ আন্দোলনের দলীয় কর্মসূচি অংশ হিসেবে আজ শনিবার এ মানববন্ধন পালিত হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবীর সভাপতিত্বে যাত্রাবাড়ী থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। এসময় নবীউল্লাহ নবী বলেন, ‘আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চাই, যেখানে রাষ্ট্র ক্ষমতায় থাকবে জনগণের ভোটের সরকার। আজকে দেশের প্রতিটি সেক্টরে অস্থিরতা। কোথাও মানুষের স্বস্তি নেই। ভোটবিহীন এই সরকারের আমলে মানুষ ভালো নেই। তাই জনগণ তাদের প্রতি অনাস্থা জানাচ্ছে। অচিরেই দেশে গণআন্দোলন শুরু হবে, তখন কোনো কিছু দিয়েই এই সরকার আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না।’
এসময় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম ও দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন প্রমুখ।
এদিকে, আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে চলমান আন্দোলনের নতুন কর্মসূচি হিসেবে আগামী ১৮ মার্চ সারাদেশের সব মহানগরে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।