
সাতনদী ডেস্ক: শনিবার ছিল ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দেন। তার সে অগ্নিঝরা ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাংলার আপামর জনসাধারণ স্বাধিকার আদায়ের আন্দোলনে ঝাপিয়ে পড়ে। বাঙালি জাতি পায় একটি স্বাধীন ভূখন্ড, পায় লাল সবুজের একটি পতাকা। শনিবার সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর সে ঐতিহাসিক ভাষণ উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রাতয়োগিতা সহ নানা কর্মসূচী পালিত হয়েছে। আমাদেও প্রাতানাধদেও পাঠানো তথ্য ও ছবির ভিত্তিতে সাতনদীর পাঠকদেও জন্য তা তুলে ধরা হলো।
জেলা আওয়ামীলীগের আলোচনা সভা :
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষা গবেষক কাজী মোহাম্মদ অলিউল্লাহ, কবি ও প্রাবন্ধিক শুভ্র আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক ও বিএমএর সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন । এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাঈদ উদ্দিন, ফিরোজ কামাল শুভ্র,
সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামীলীগ নেতা এড. আজহার হোসেন, এস এম শওকাত হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. শাহাদাত হোসেন, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোৎস্না আরা, জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু,জেলা কৃষকলীগের সভাপতি মঞ্জুর হোসেন, আওয়ামীলীগনেতা জী এম ফাত্তাহ, মীর মশাররফ হোসেন মন্টু, শ্রমিকলীগ নেতা আব্দুল্লাহ সরদার, আবু সাঈদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমানসহ আওয়ামীলীগ ও পেশাজীবী নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের আহবান করেছিলেন। বাংলার মানুষের মুক্তির জন্য সর্বস্তরের জনগণকে যার যা আছে তাই নিয়ে ঝাপিয়ে পড়ার আহবান জানান। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিকামী মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশকে মুক্তি করেন।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক দপ্তর সম্পাদক হারুন উর রশিদ।
আশাশুনিতে র্যালি ও আলোচনা সভা:
আশাশুনি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষন স্মরনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেও আয়োজনে আশাশুনিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইউএনও মীর আলিফ রেজার নেতৃত্বে রনাঙ্গনে মুক্তিযোদ্ধাদের অংশ গ্রহনে শহীদ স্মৃতি সৌধ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে জিপিও মোড়ে নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভায় মিলিত হয়। ঐতিহাসিক ৭ মার্চের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষনের তাৎপর্য তুলে ধরে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সভাপতিত্বে ও উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আলিফ রেজা। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আমির হোসেন জোয়াদ্দার, উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার লিয়াকত আলী, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল-ফারুক, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান ও এসএম আহসান হাবিব, মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন, মাষ্টার আব্দুল ওহাব মোল্লা, চিত্তরঞ্জন বিশ্বাস, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা নূরে আজম সিদ্দিকী প্রমূখ। আলোচনা সভায় সকল মুক্তিযোদ্ধা মুজিব বর্ষ পালনে উপজেলা প্রশাসনের নেয়া ভীক্ষুক মূক্ত কর্মসূচীতে একাত্ত¡তা ঘোষনা করে ভাতার অর্থ হতে মাথা পিছু একশত টাকা করে প্রদান করার ঘোষনা দেন।
আশাশুনিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা ও দোয়ানুষ্ঠান:
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ স্মরণে দোয়ানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আয়োজনে কমপ্লেক্স ভবনে আরএমও ডা. দীপন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঃ রোহিত পাটোয়ারী, স্যানেটারি ইন্সপেক্টর জিএম গোলাম মোস্তফা, স্বাস্থ্য পরিদর্শক মাহাবুবুর রহমান, আবু মুছা, এমটিইপিআই দিলিপ ঘোষ, প্রধান সহকারী চৌধুরী রোকনুজ্জামান মিলন, সিএইচসিপি বজলুর রহমান, স্বাস্থ্য সহকারী সঞ্জয় মÐল, রবীন্দ্র নাথ দে, সাইফুল্লাহ কবীর প্রমুখ। স্বাস্থ্য সহকারী মোক্তারুজ্জামান স্বপনের পরিচলনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন সহকারি স্বাস্থ্য পরিদর্শক সিরাজুম মুনির ও গীতা পাঠ করেন স্বাস্থ্য সহকারী কাজল কৃষ্ণ মÐল। সবশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় ১ মিনিট নিরাবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন সহকারি স্বাস্থ্য পরিদর্শক সিরাজুম মুনির।
দেবহাটায় প্রশাসনের র্যালী ও আলোচনা সভা:
নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ভাষন ইউনেষ্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার-এ অর্ন্তভুক্তিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিতে উপজেলা প্রশাসন, দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণের পাশাপশি মুজিব কোর্ট পরিহিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শত কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। র্যালিটি উপজেলার প্রধান সড়ক সমুহ প্রদক্ষিন শেষে সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও দিবসটি উদযাপনে সকাল থেকে দিনভর উপজেলা প্রশাসন সহ দেবহাটার সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী, বেসরকারী অন্যান্য প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে দেয়া আঠারো মিনিটের কালজয়ী ঐতিহাসিক ভাষন বাজানো হয়। এদিকে দিবসটি উপলক্ষে বিকাল ৪ টায় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পারুলিায় আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষ্যে দেবহাটায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে পারুলিয়া ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত আলোচনা সভায় পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক লোকমান কবির, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবুল হোসেন প্রমূখ ।
ডিবি,ইউনাইটেড হাইস্কুলে আলোচনা সভা:
ব্রহ্মরাজপুর (সাতক্ষীরা সদর)প্রতিনিধি: সদর উপজেলার ডি বি ইউনাইটেড হাইস্কুলের মোহাম্মদ হোসেন মিলনায়তনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ৭ই মার্চ (শনিবার) সকাল ১১:৩০ মিনিটে ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স,ম শহিদুল ইসলামের সভাপতিত্বে ৭ই মার্চের গুরুত্বের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তলোয়ার করেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ইমন হোসেন ও গীতা থেকে পাঠ করেন ১০ম শ্রেণীর ছাত্র মাধব দত্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইলতুৎ মিশ।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস,এম,আব্দুল্লাহ আল-মামুন বিদ্যালয়ের বিদ্যুত শাহী সদস্য মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম অভিভাবক সদস্য তনুপ সাহা প্রবীণ ব্যক্তি গিয়াসউদ্দিন সানা প্রমুখ ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর আলোচনা,অনুষ্ঠানের মধ্যে না রেখে সকলের মনের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান রাখেন।অতঃপর বঙ্গবন্ধুর উপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই তুলে দেন প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী অনুশ্রী ঘোষ ।
ভালুকা চাঁদপুর হাইস্কুলে আলোচনা সভা:
ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলাধীন ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুলের হল রুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৭ মার্চ শনিবার সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য অরবিন্দু কর্মকার, আলহাজ্জ্ব রিজাউল ইসলাম, মোঃ ইব্রাহিম খলিল, ময়নূল কবির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক আঃ মতিন, আঃ হান্নান, কৃষ্ণকান্ত রায়, আমির আলী, দেব প্রসাদ, আল মামুন, শামীম আরা, মাইন মাসকুবা, শাহিনা খাতুন, সেলিনা খাতুন ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আল কালাম আবু অহিদ (বাবলু) ও এনএসপি শিক্ষক আব্দুল মাজেদ।
কুলিয়ায় আলোচনা সভা:
কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন উপলক্ষে দেবহাটা উপজেলার ১নং কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭মার্চ) বিকাল ৫টায় কুলিয়া শহীদ মিনার চত্বরে কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিধান বর্মনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. স.ম. গোলাম মোস্তফা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক আজহারুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক হাফিজুল রহমান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা তাতীঁলীগের সাধারন সম্পাদক আরিফুজ্জামান আরিফ। এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোসলেম আলী ও সাধারন সম্পাদক মিজানুর রহমান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ: হান্নান ও সাধারন সম্পাদক সুজয় মন্ডল, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মেছের আলী ও সাধারন সম্পাদক মমিনুর রহমান সহ ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক। এসময় আরো কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারাফ হোসেন, শ্রমিকলীগের সভাপতি পরান সরকার ও সাধারন সম্পাদক রবিউল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বকুল হোসেন ও সাধারন সম্পাদক মহররম ইসলাম বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
পাটকেলঘাটায় রালি ও আলোচনা সভা:
পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় তালা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ০৭ই মার্চের ভাষণ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ০৭ই মার্চ) পাটকেলঘাটা পাঁচরাস্তা মোড়ে বিকাল ৫টার সময় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। তালা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ আব্দুল হাইয়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনছুর আহম্মদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্টানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আওমীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবল হোসেন,তালা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ মশিউল আলম সুমন, আওয়মী পেশাজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুর রহমান,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা মোঃ একরামুল ইসলাম, আওমীলীগ নেতা বাবু রাম প্রষাদ দাশ প্রমূখ। অনুষ্ঠানটির শুরুতে প্রথমেরালি ও পরে আলোচনা সভার মধ্যদিয়ে সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ০৩ নং সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান।
কলারোয়া আওয়ামী লীগের আলোচনা সভা:
কলারোয়া প্রতিনিধি: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কলারোয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব খায়বার আলী মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজীর হেলাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য সরদার আনছার আলী, পৌর কাউন্সিলর আকিমুদ্দিন আকি, ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/ সম্পাদক যথাক্রমে মাস্টার আজিজুর রহমান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, মফিজুল ইসলাম, মাস্টার হাফিজুর রহমান, প্রভাষক আরিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আশিকুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক রেজানুজ্জামান লিটু, ইউপি সদস্য নজরুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাইম, আওয়ামী লীগনেতা সহকারী অধ্যাপক ইউনুচ আলী খান, ফিরোজ হোসেন, আব্দুল মাজেদ প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলী সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক কবি মনিরুজ্জামান মন্ময় মনির।
শিশু একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা:
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক ৭ মার্চ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে শিশুদের জন্য নানা কর্মসূচির আয়োজন করে সাতক্ষীরা শিশু একাডেমি। দিবসটি পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ শনিবার সকাল ৯ টা থেকে বাংলাদেশ শিশু একাডেমি, সাতক্ষীরায় জেলা প্রশাসনের সহযোগিতায় ক গ্রæপ: শিশু-৩য় শ্রেণি, খ গ্রæপ-৪র্থ-৬ষ্ঠ শ্রেণি, গ গ্রæপ: ৭ম-১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহন করে। ৭ মার্চ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন, দ্যা পোল স্টোর পৌর হাইস্কুলের সহকারী শিক্ষক দিপক কুমার মৃধা, আর্ট শিক্ষক আব্দুস সবুর। সার্বিক তত্বাবধায়নে ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার লাইব্রেরিয়ান ও অফিস ইনচার্জ শেখ রফিকুল ইসলাম।