অনলাইন ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরে ব্যাপক রদবদল করা হয়েছে। গতকাল জারি করা এক প্রজ্ঞাপনে ২৮ জন কর্মকর্তাকে তাদের বর্তমান কর্মস্থল থেকে অন্যত্র বদলি করা হয়। অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম যোগদানের পর থেকে এটাই প্রথম রদবদল।
মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত জনস্বার্থে জারিকৃত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রজ্ঞাপন জারির সময় থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। আগামীকাল ২৮শে জুলাই বেলা ১২টার মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা পদায়িত কর্মস্থলে আবশ্যিকভাবে যোগদান করবেন।