নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল এঁর নলতার জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে শহরের মুনজিতপুরস্থ ইসু মিয়া সড়কের মীর মহলে সদর এমপি মহোদয়ের কার্যালয়ে সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল এঁর নলতার জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি জনসভা জনসমূদ্রে পরিনত করার লক্ষ্যে সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দদের স্বতস্ফুর্তভাবে জনসভায় যোগদান করার আহবান জানান। প্রস্তুতি সভায় সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।