
কলারোয়া ব্যুরো: সাতক্ষীরা ১ আসনের নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের নির্বাচনী জনসভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, উন্নয়নের জন্য নৌকায় ভোট চাইলেন। সোমবার সন্ধ্যায় উপজেলার সোনাবাড়িয়া প্রাইমারি স্কুল ময়দানে নৌকা প্রতীকের সমর্থনে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। প্রধান বক্তা নৌকার প্রার্থী ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে সকলের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, সকল ষড়যন্ত্র পরাভূত করে ৭ জানুয়ারির নির্বাচনে আপনার মূল্যবান ভোট নৌকায় প্রদান করুন। সকলে দলবদ্ধভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন, গণতন্ত্রের ধারা বজায় রাখুন। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহম তারেক উদ্দিন, জেলা আওয়ামী লীগের দপ্তর সস্পাদক হারুন অর রশিদ, কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য সাজেদুর রহমান খান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাহিদ হাসান শাহিন, আওয়ামী লীগ নেতা সরদার আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা। আওয়ামী লীগ নেতা সুপ্রসাদ চৌধুরীর সভাপতিত্বে নৌকার সমর্থনে বক্তব্য দেন নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের ছোট ভাই সমাজসেবক আবু নাসির ডিটু, জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, যুগিখালি ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান, শিক্ষক সাংবাদিক দীপক শেঠ, সামসুদ্দিন আল মাসুদ বাবু, মনিরুল ইসলাম মনি, তালা আওয়ামী লীগ নেতা সাংবাদিক মীর জাকির হোসেন, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভুট্টোলাল গাইন, সাধারণ সম্পাদক মারুফ হাসান, চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা সিদ্ধেশ্বর চক্রবর্তী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ আশিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা শহীদ আলি, শেখ মাসুমুজ্জামান মাসুম, আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল ও সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম।