রুবেল হোসেনঃ মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে কোভিড ১৯ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় সাতক্ষীরাস্থ শহিদ আব্দুর রাজ্জাক পার্কে উক্ত সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সেভ দ্য চিলড্রেন সাতক্ষীরা আউটলেট এর আউটলেট ম্যানেজার মোসাঃ রুনা লায়লা ইসলামের সভাপতিত্বে উক্ত সচেতনতামূলক ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিস সাতক্ষীরার জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোছাঃ শাহীনুর খাতুন।
এসময় অন্যয়ের মাঝে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিস সাতক্ষীরার স্বাস্থ্য শিক্ষা অফিসার ভোলানাথ বৈদ্য, তাপস সরকার, লাইট হাউস সাতক্ষীরা সাব ডিআইসি ইনচার্জ মোঃ সনজু মিয়া প্রমুখ।
ক্যাম্পেইনে আগত সেবা গ্রহীতা সহ সকলজে করোনা ভাইরাস প্রতিরোধে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ, মাস্ক পরিধান, ও টিকা গ্রহণের উপর জোর দেন বক্তারা। এসময় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সেভ দ্য চিলড্রেন সাতক্ষীরা আউটলেট এর এসএসিএমও পাপড়ী মল্লিক।